ফ্রি মক টেস্ট কীভাবে দিবেন:
১. ওয়েবসাইটে প্রবেশ করুন: gyanghor.com
২. মেনু থেকে “মক টেস্ট” অপশনে ক্লিক করুন।
৩. ফ্রি মক টেস্ট সেকশনে ক্লিক করুন (যেখানে লেখা থাকবে “চলুন শুরু করি”)।
৪. প্রতিটি স্কিল (Listening, Reading, Writing, Speaking) আলাদা আলাদা করে দেওয়া আছে।
৫. “Take Test” বাটনে ক্লিক করে পরীক্ষায় অংশ নিন।
৬. উত্তর দেওয়া শেষে “Submit” বাটনে ক্লিক করুন।
🟢 কোনো পেমেন্ট ছাড়াই একবার পরীক্ষা দিতে পারবেন।
🔸 প্রিমিয়াম মক টেস্ট কিভাবে দিবেন:
১. প্রিমিয়াম টেস্ট পেইজে যান (লেখা থাকবে ৭০০৳ → ৩৫০৳)।
২. “চলুন শুরু করি” বাটনে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেইলস ওপেন হবে।
৩. “Add to Cart” করুন এবং Checkout এ যান।
৪. আপনার তথ্য দিয়ে Billing Details পূরণ করুন।
৫. পেমেন্ট অপশন থেকে bKash Payment সিলেক্ট করুন।
৬. ১.৫% bKash ফি যুক্ত হয়ে মোট ৩৫৫.২৫৳ দেখাবে।
৭. bKash পেমেন্ট সম্পন্ন করুন।
৮. পেমেন্ট সফল হলে আপনি Premium Test পেইজে Redirect হবেন এবং সব টেস্ট Unlock হয়ে যাবে।
৯. আপনি প্রতিটি সেকশন একবার করে দিতে পারবেন। সময়মতো Submit করুন।
🟡 এই কোর্সটি পেমেন্টের পরের দিন পর্যন্ত একটিভ থাকবে।